আজ শহীদ মুজাহিদ ভাইয়ের চতুর্থ শাহাদাত বার্ষিকী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের দায়িত্বপালন অবস্থায় শহীদ আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ভাই ২০১৫ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসিকাষ্ঠে শাহাদাত বরণ করেন।
আপোসহীন মানুষ ছিলেন মুজাহিদ ভাই। তার দৃঢ়তা ও স্পষ্টবাদিতা ছিল লক্ষ্যণীয়। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সদা সোচ্চার ছিলেন। সাম্রাজ্যবাদের রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাদেশের পক্ষে সর্বদা বক্তব্য রেখেছেন। বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্বপালন করেছেন অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে।
প্রিয় মুজাহিদ ভাইয়ের সাথে একটি স্মৃতি আমার বেশ মনে পড়ে। ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সমন জারির ফলে আদালতে হাজির হই। হাইকোর্টের গারদখানায় মুজাহিদ ভাইয়ের সাথে আমার সাক্ষাত হয়। তিনি হাসিমুখে অভয় দিয়ে বলেছিলেন, ভয় পেও না। মহান আল্লাহ আমাদের সাথেই আছেন।
শহীদ মুজাহিদ ভাইয়ের আদরের ছোট ছেলে প্রিয় আলী আহমাদ মাবরুর সেদিন বাসা থেকে রান্না করা খাবার এনেছিল। তিনি মাবরুরকে বললেন, আজ সেলিমকে খেতে দাও। আমি তো প্রতিদিন খাই।
মুজাহিদ ভাইয়ের সেই স্নেহমাখা ভালোবাসা আজো আমাকে নাড়া দেয়। মহান আল্লাহ প্রিয় মুজাহিদ ভাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদাউসে আ’লা মাক্বাম দান করুন।
শহীদ মুজাহিদ ভাইয়ের শোকাহত পরিবারকে মহান আল্লাহ তার রহমতের চাদর দ্বারা আবৃত করুন। আমীন।।