ভোরে পরিচ্ছন্নতা কর্মী ঝাড়ু দিয়ে একগাদা ময়লা সরিয়ে ফেলে। কিন্তু আবার ময়লা হতে ঘণ্টাখানেকও লাগে না। এতে শহরগুলো দিন-রাত নোংরা থাকে। বলা যায়, শহর পরিস্কার থাকে ভোরের এক ঘণ্টা।
সিটি কর্পোরেশন ও সরকারি উদ্যোগ জরুরি। কিন্তু লক্ষ্য করবেন ঢাকা শহরেই কয়েকটি আবাসিক এলাকা পরিস্কার থাকে। যেমন বসুন্ধরা, ধানমন্ডি, ডিওএইচএস, বনানী, বারিধারা ইত্যাদি। তারা যদি নিজ উদ্যোগে পরিস্কার রাখতে পারে তাহলে অন্যরা কেনো পারবো না?
সবচেয়ে খারাপ অবস্থা ঢাকার রাস্তা এবং মোড়গুলোর। মোড়ে মানুষের সমাগম বেশি। সেজন্য হকারদের আনাগোনাও বেশি। রাস্তার বাহারি খাবার দেখলে অনেকের জিবে পানি আসে। কিন্তু খাওয়া শেষে প্যাকেট ফেলে দেয় যেখানে সেখানে।
শুধু কি খাওয়া? হাতে যেটাই থাকুক না কেনো কাজ শেষে সেটার স্থান হয় রাস্তায়। ঘরের ময়লাও দেদারছে রাস্তা, ড্রেন বা নদীতে ফেলা হয়। ওগুলোই যেনো ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা। নিজেরা তো ফেলিই, শিশুদেরও বলি, ‘হাতের প্যাকেট রাস্তায় ফেলে দাও’।
আমাদের দেশে সরকারি ও বেসরকারি সেবার মধ্যে ব্যাপক তফাত আছে। সরকারি সম্পদ ও ব্যবস্থাপনার প্রতি অধিকাংশই বেখেয়াল। বেসরকারি আবাসিক এলাকার গেট দিয়ে বেরিয়ে সরকারি রাস্তায় এলেই মাইন্ড চেঞ্জ হয়ে যায়। ময়লার প্যাকেটটা সরকারি রাস্তায় ফেলে দিব্যি হেঁটে যায়।
দুর্নীতিমুক্ত প্রশাসনের পাশাপাশি জনগণের সচেতনতা দরকার।