বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল পূর্ব থানার উদ্যোগে আয়োজিত স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের আত্নকর্মসংস্থানের লক্ষ্যে মতবিনিময় ও সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন।

ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরার সদস্য ও হাতিরঝিল পূর্ব সাংগঠনিক থানার আমীর এডঃ শেখ মোঃ জিল্লুর রহমান আজমীর সভাপতিত্বে ও সেক্রেটারি খন্দকার রুহুল আমীনের পরিচালনায় আজ রবিবার সকালে রাজধানীর মগবাজার এলাকার একটি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন।